কুড়িগ্রাম পৌরসভায় ত্রাণের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে বন্যাদুর্গত এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে মেয়রের কার্যালয় ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে সহকারী প্রকৌশলী আব্দুল আউয়ালকেও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।এ ঘটনায় প্যানেল মেয়র মাসুদুর রহমান মাসুদ জাগো নিউজকে জানান, অবরুদ্ধ নয় ত্রাণের স্লিপবঞ্চিতরা মেয়রের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ দেন। কেউ লাঞ্ছিত হওয়ার খবর জানা নেই। তিনি বলেন, পৌরসভার প্রকৌশলী আব্দুল আউয়ালের হাত কাটার ঘটনা অন্য কারণে ঘটেছে। মূলত ৬,৭ ও ৮ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ফিরোজা বেগম ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জমসেদ আলী টুংকুর মধ্যে ত্রাণের স্লিপ বিতরণের দ্বন্দ্ব থেকে এসব ঘটনা ঘটে। এই দ্বন্দ্বে ত্রাণের স্লিপবঞ্চিত দেড় শতাধিক নারী-পুরুষ প্রতিবাদ জানায়। পরে বিকেলে ৫০০ মানুষের মাঝে ১০ কেজি করে ৫ টন চাল বিতরণ করা হয়। কুড়িগ্রাম সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ এস এম আব্দুস সোবহান জানান, মেয়রের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে দেয়া হয়। নাজমুল/এমএএস/এবিএস