দেশজুড়ে

রাজশাহীতে ৩২টি হাতবোমা উদ্ধার

রাজশাহী মহানগরীর খড়খড়ি বাইপাস এলাকা থেকে ৩২টি হাতবোমা ও ১০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র‌্যাব।র‌্যাব-৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মীর্জা গোলাম সারোয়ার পিপিএম জানান, সোমবার গভীর রাতে নাশকতা চালানোর জন্য খড়খড়ি এলাকায় অবস্থান নেয় অবরোধকারীরা।খবর পেয়ে র‌্যাবের চারটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অবরোধকারীরা পালিয়ে যায়।পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে রাস্তার পাশের একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২টি শক্তিশালী হাতবোমা ও ১০টি হাসুয়া উদ্ধার করা হয়।-বিএ