অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসরের পরই সীমিত ওভারের প্রতিযোগিতা থেকে বিদায় নিবে বলে জানিয়েছেন পাকিস্তানের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক মিসবাহ।এর আগে মিসবাহ বলেন ওয়ানডে এবং টি-টোয়েন্টি থেকে বিদায় নেয়ার এটাই সঠিক সময়।কিন্তু আমি টেস্ট খেলা চালিয়ে যেতে চাই।মিসবাহ আরও জানান, লম্বা সময় ধরে চিন্তা-ভাবনা করেই সীমিত ওভারের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিশ্বকাপ গুরুত্বপূর্ণ একটা প্রতিযোগিতা এবং আমি এটা ভালোভাবে খেলে তারপর অবসরে যেতে চাই।পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান মিসবাহের অবসরের সিদ্ধান্তের খবর নিশ্চিত করেন। তিনি বলেন,মিসবাহ আমাদের আনুষ্ঠানিকভাবে জানিয়েছে,তিনি ওয়ানডে থেকে অবসর নেবেন এবং বিশ্বকাপের পর আর টি-টোয়েন্টিও খেলবে না।