এসএ টিভির অ্যাসাইনমেন্ট এডিটর ওয়াহিদ মিল্টনের বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আব্দুল জলিল বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর নিজ বাসভবনে বাধ্যর্কজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর স্থানীয় চকবাজার জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে আলীপুর পৌর কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।মরহুমের পাঁচ ছেলেই সাংবাদিকতা পেশায় রয়েছেন। বড় ছেলে জাহিদ রিপন দৈনিক যুগান্তরের ফরিদপুর ব্যুরো প্রধান, মেজ ছেলে ওয়াহিদ মিল্টন এসএ টিভির অ্যাসাইনমেন্ট এডিটর, সেজো ছেলে কামরুজ্জামান সোহেল এটিএন বাংলা ও বাংলাদেশ প্রতিদিনের ফরিদপুর প্রতিনিধি, চতুর্থ ছেলে সুমন ইসলাম সময় টেলিভিশনের ফরিদপুর প্রতিনিধি ও ছোট ছেলে খায়রুজ্জামান সোহাগ মানবকণ্ঠের ফরিদপুর প্রতিনিধি হিসেবে কর্মরত। আলহাজ আবদুল জলিলের মৃত্যুতে ফরিদপুর প্রেসক্লাব, ফরিদপুর রিপোর্টার্স ইউনিটিসহ ফরিদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এস.এম. তরুন/এমএএস/এবিএস