কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ কনস্টেবল ও এক গৃহবধূর পরিবারকে আর্থিক অনুদান প্রদান জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার ইসলাম রতন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক রাশেক রহমান।বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেনের কাছে দুই পুলিশ কনস্টেবলের পরিবারের জন্য এক লাখ টাকার চেক তুলে দেন তারা। এর আগে শোলাকিয়ায় নিহত গৃহবধূ ঝর্ণা ভৌমিকের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান ওই তিন নেতা। এসময় নিহতের স্বজনদের হাতে দেড় লাখ টাকার চেক তুলে দেয়া হয়।এসময় রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে রাসেল আহমেদ তুহিন, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাড. শাহ আজিজুল হকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে, বিকেলে হেলিকপ্টারে করে ছাত্রলীগের সভাপতিসহ ওই তিন নেতা কিশোরগঞ্জে আসলে স্থানীয় ছাত্রলীগ নেতারা জেলার পুরাতন স্টেডিয়ামে তাদের ফুল দিয়ে স্বাগত জানান।উল্লেখ্য, গত ৭ জুলাই ঈদের দিন শোলাকিয়ায় জঙ্গি হামলায় দুই পুলিশ সদস্য ও এক গৃহবধূ নিহত হয়। একই সময় পুলিশের গুলিতে মারা যায় এক জঙ্গি। এসময় আটক করা হয় দুই জঙ্গিকে।নূর মোহাম্মদ/এআরএ/পিআর