রাজধানীর কল্যাণপুরে নিহত জঙ্গি আবু হাকিম নাইমের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে।চার বছর বয়সে তার বাবা নুরুল ইসলাম মারা যাওয়ার পর তার মা তাকে নিয়ে জামালপুরের ঘোরাধাপ গ্রামে নানা আবুল হোসেন মুন্সির বাড়িতে চলে যান। সেইখানেই তিনি মাদরাসায় লেখাপড়া শুরু করে।পরবর্তীতে ২০০৫ সালে মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের চাপাইত গ্রামের আব্দুল হামিদের মেয়ে মোসা. সখিনা খাতুনকে বিয়ে করে। স্ত্রীর ভোটার আইডি নং ৭৮১৬৬৪৭৫৯২২৪২। এরপর ২০০৭ সালে পাড়ি জমায় লিবিয়ায়। সেখান থেকে ২০১২ সালে সে দেশে ফিরে আসে। পরে তিনি তার জন্মস্থান গোপালপুরে প্রতিবেশী মকবুল চকদারের কাছ থেকে কিছু জমি নিয়ে সেখানে আরবি শিক্ষার মক্তব তৈরি করে। সেখানে আরবি শিক্ষা না দিয়ে সে এলাকার ছেলেদের জিহাদি কার্যক্রম চালানোর জন্য কাছে ভিড়ানোর চেষ্টা করে। এতে এলাকাবাসী টের পেয়ে ২০১৩ সালে নাইমসহ তার পরিবারকে এলাকা থেকে তাড়িয়ে দেয়। তবে এলাকাবাসী তাকে নাইম বলে নয় হাকিম বলেই চিনতো। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছে এলাকাবাসী। নাইমের রাজিয়া (১০), তাসলিয়া (৮) নামের দুই মেয়ে ও সাইফুল্লাহ (৫) নামের এক ছেলে রয়েছে। তবে নাইমের সম্পর্কে আরো তথ্য সংগ্রহের জন্য তার চাচা সুরুজ্জামানকে আটক করেছে পুলিশ।সরেজমিনে গিয়ে দেখা যায়, গোপালপুর উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে গোলাবাড়ি গ্রামে নাইমের বাড়ি। সেখানে গিয়ে এলাকাবাসীকে নাইমের কথা জিজ্ঞেস করলে তারা কেউ তাকে চিনেন না বলে জানান। তবে যখন জঙ্গি নাইমের কথা বলা হয় তখন তারা জানান, তার নাম নাইম নয় আসল নাম আব্দুল হাকিম। পরে এলাকাবাসী তাদের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে গিয়ে দেখা যায়, নাইমের থাকার ছোট একটি টিনের ঘরের দরজা খোলা। ভেতরে হাড়ি-পাতিল ও একটি বড় স্টিলের ট্রাং ছাড়া আর কিছুই নেই।এ সময় রাবেয়া বেগম নামে এক প্রতিবেশী জানান, নাইম আরো দুই-তিন মাস আগে মরলে ভালো হত। ওর কারণে আরো অনেকে হয়ত এ পথে পা বাড়িয়েছে। ওর মৃত্যুতে আমরা সবাই খুশি।এ ব্যাপারে গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, আমরা নাইমের থাকার ঘরের একটি ট্রাং থেকে একটি পুরাতন অ্যালবাম উদ্ধার করেছি। সেখানে নাইম ও তার স্ত্রী সখিনা খাতুনের একটি ছবি ও ভোটার আইডি কার্ড পাওয়া গেছে। আমরা নাইমের শ্বশুর বাড়িতে খোঁজ খবর নিয়েছে কিন্তু সেখানে কেউ নেই। তবে তার স্ত্রীকে খুুঁজে পেলে হয়ত আরো বিস্তারিত জানা যাবে। তবে জিজ্ঞাসাবাদের জন্য নাইমের চাচা সুরুজ্জামানকে আটক করা হয়েছে।আরিফ উর রহমান টগর/এসএস/পিআর