দিনাজপুরে ১৯টি ককটেল ও জিহাদি বইসহ জেএমবির সদস্য সন্দেহে তিন যুবককে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার গভীর রাতে শহরের রামনগর মদিনা মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়। কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলেন, সাতক্ষীরার তালার ডাংগলিতা গ্রামের মো. মনিরুজ্জামান মনির (৩০), দিনাজপুরের চিরিরবন্দরের পলাশবাড়ি গ্রামের মো. আসাদুজ্জামান (২৪) ও ঠাকুরগাঁও সদরের দানারহাট গ্রামের মো. শাহিনুর ইসলাম (২২)।ওসি রেদওয়ানুর জানান, বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে টহল পুলিশের একটি দল রামনগর মদিনা মসজিদের পাশের সড়কে মোটরসাইকেল আরোহী তিন যুবককে থামতে সংকেত দেয়। তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মোটরসাইকেলসহ আটক করা হয়। এ সময় তাদের কাছে ১৩ টি হাতবোমা, বারুদ ও বেশ কিছু জিহাদি বই পাওয়া যায়। এমদাদুল হক মিলন/এএম/এমএস