একটি সম্পর্কের জন্য ভুল বোঝাবুঝি সবচেয়ে বড় সমস্যা। কিছু কিছু সময়ে তা ঠিক করার ক্ষমতা আমাদের হাতে থাকে, আবার কখনো না। অনেক সময় ছোট ছোট কারণে ভালোবাসার মানুষ ভাবে তাদের মধ্যকার ভালোবাসা শেষ হয়ে গিয়েছে। একটি সম্পর্কের ভিত্তি তৈরি হয় বিশ্বাসের উপর। তাই সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে সর্ব প্রথম মাথায় রাখুন বিশ্বাস। দুজন দুজনের প্রতি বিশ্বাসী থাকলে আর ভালোবাসা ঠিকমতো প্রকাশ করতে পারলে সেই সম্পর্ক টিকে আজীবন। চলুন জেনে নেই ভালোবাসা প্রকাশের কিছু উপায়-সম্মানের সাথে কথা বলুন :যেকোনো সম্পর্কেই একে অন্যকে সম্মান করা খুব জরুরি। এতে এক জনের প্রতি অন্য জনের গুরুত্ব বৃদ্ধি পায়। সম্পর্ক মধুর হয়।তার কথা মনযোগ দিয়ে শুনুন :শুধু তার কথা শুনবেনই না, তা যে আপনি খুব গুরুত্ব দিয়ে শুনছেন তা তাকে উপলব্ধি করান। এতে ভালোবাসা বৃদ্ধি পায়।তার প্রশংসা করুন :প্রিয় মানুষের মুখে নিজের প্রশংসা কে না শুনতে চায়? তাই সব সময় না পারলেও মাঝে মধ্য তার প্রশংসা করুন।অনুপ্রাণিত করুন :সে কি করতে ভালোবাসে তা খুঁজে বের করুন। এবং তাকে তা করতে অনুপ্রাণিত করুন।কোনো সিদ্ধান্ত নেয়ার আগে তার সাথে কথা বলুন :যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে প্রিয় মানুষটির সাথে তা নিয়ে বিস্তারিতভাবে কথা বলুন। এতে সে বুঝবে আপনি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ।মাঝে মাঝে ঘুরতে বের হোন :মাঝে মাঝে ঘুরতে বের হওয়া খুব গুরুত্বপূর্ণ। এতে সম্পর্ক ভালো হয়।এক সাথে লক্ষ্য তৈরি করুন :ভবিষ্যতে কী করবেন তা নিয়ে তার সাথে কথা বলুন। দুজনে মিলে লক্ষ্য তৈরি করুন কী কী করবেন।ভুল স্বীকার করুন :সত্যবাদী হতে শিখুন। নিজের ভুল স্বীকার করতে শিখুন। এতে ভালোবাসা বেড়ে যায়। এইচএন/পিআর