শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নিজ ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। এ সময় তিনি পরিত্যক্ত জায়গায় বেশি করে ফলদ গাছ লাগানোরও আহ্বান জানান। শনিবার ঝালকাঠি জেলা বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফলদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মন্ত্রী ফলদ গাছ লাগানোর উপর গুরুত্বারোপ করে বলেন, অধিক মুনাফার আশায় আমরা মেহগনি গাছ রোপণ করি। দাম বেশি হলেও তো সে দাম পেতে ২৫ বছর সময় লাগে। কিন্তু ফলদ গাছ লাগালে ২/৩ বছরের মাথায় ফল দিতে শুরু করে। আমরা প্রতি বছর ফল পাই। এতে ফলের চাহিদা পূরণ, পুষ্টির অভাব দূরীকরণ, বিক্রি করলে আর্থিকভাবে লাভবান হওয়া যায়।অতিরিক্ত জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত জেলা প্রশাসক) মো. মানিকহার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা কৃষক লীগ সভাপতি ও পিপি অ্যাডভোকেট আ. মান্নান রসুল, জেলা বণিক সমিতির সভাপতি মাহবুব হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালাহ উদ্দিন আহমেদ সালেক, আরিফ হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোবারেক হোসেন মল্লিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন। বক্তব্য রাখেন সামাজিক বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা গোলাম কুদ্দুস ভূঁইয়া ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের ঝালকাঠি উপ-পরিচালক শেখ মো. আবু বকর সিদ্দিক। মেলায় ঝালকাঠি জেলার বিভিন্ন স্থানের সরকারি বেসরকারি দফতর এবং পিরোজপুরের নেছারাবাদের মোট ১৪টি স্টল রয়েছে। জেলা প্রশাসন, সামাজিক বনবিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতর এর আয়োজন করে। আতিকুর রহমান/এসএস/আরআইপি