দেশজুড়ে

গ্রাম-গঞ্জে এখন আর মহাজন শব্দটা শোনা যায় না : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ২০২১ সালে স্বচ্ছল দেশ আর ২০৪১ সালে আমরা ধনী দেশ হবো। কৃষকরা ১০ টাকার কার্ড দিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন বলেই তাদের আর মহাজনের কাছে যেতে হয় না। ব্যাংক থেকেই তারা সহজে কৃষিঋণ পাচ্ছেন। তাইতো গ্রামগঞ্জে এখন আর মহাজন শব্দটা শোনা যায় না। শনিবার শেরপুরের নকলা উপজেলার গণপদ্দি হাইস্কুল মাঠে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সোলার হারিকেন বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন। মতিয়া চৌধুরী আরো বলেন, বিদ্যা বড় ধন। খাতা-কলম দিয়ে শেখ হাসিনা শুরু করেছেন। এখন বই-খাতা থেকে শুরু করে বৃত্তি-উপবৃত্তি তো আছেই। তিনি সমস্ত কিছু উজাড় করে দিয়েছেন। যেন এই দেশ জ্ঞানে-গরিমায়, গৌরবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এটাই শেখ হাসিনার স্বপ্ন। নিজ নির্বাচনী এলাকা নকলা উপজেলার পৌরসভাসহ আটটি ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বিতীয় থেকে নবম শ্রেণিপড়ুয়া ১ থেকে ১০নং রোলধারী শিক্ষার্থীদের মাঝে কৃষিমন্ত্রী এদিন ৮ হাজার ১৫০টি সোলার হারিকেন বিতরণ করেন।এসময় পুলিশ সুপার মো. মেহেদুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফরিদ আহমদ কৃষিমন্ত্রীর সঙ্গে ছিলেন। হাকিম বাবুল/এমএএস/এমএস