দেশজুড়ে

সিলেটে পুলিশকে ছাত্রদলের ককটেল নিক্ষেপ

সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে নগরীর বন্দরবাজার এলাকায় পুলিশকে লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করেছে ছাত্রদলকর্মীরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে জেলা ও মহানগর ছাত্রদল একটি ঝটিকা মিছিল বের করে। একপর্যায়ে নগরীর করিমউল্লাহ পয়েন্টে দাঁড়িয়ে থাকা তিন পুলিশ সদস্যকে লক্ষ্য করে ছাত্রদলকর্মীরা ককটেল নিক্ষেপ করে। এসময় পুলিশ পিছু হটে। কিছুক্ষণ পয়েন্টে অবস্থান করে ছাত্রদল নেতাকর্মীরা শ্লোগান দিতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ এসে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।সিলেট মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে গ্রেফতারের প্রতিবাদে শিবির ও মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিমকে গ্রেফতারের প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদল আজ সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে।-বিএ