ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল শেষে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শাহবাগ থানার এএসআই কামাল হোসেন জানান, হরতাল অবরোধের সমর্থনে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল বের হয়। এসময় তারা কয়েকটি গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। পুলিশ ঘটনাস্থলে আসলে নেতা-কর্মীরা পালিয়ে যায়। এ সময় তারা পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।তিনি আরো জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ছাড়া কাউকে আটকও করা সম্ভব হয়নি। ককটেল বিস্ফোরণের ঘটনায় ওই এলাকায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।