গিবসের নামের সঙ্গেই জড়িয়ে আছে অনেকগুলো রেকর্ড। তবে এর মধ্যে সবচেয়ে বেশি যেটা উচ্চারিত হয় সেটা হলো ওয়ানডে ক্রিকেটে এক ওভারের ছয় বলেই ছয় ছক্কা। ২০০৭ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে এই রেকর্ড করেন প্রোটিয়া এই ব্যাটসম্যান।সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে প্রোটিয়াদের মুখোমুখি নেদারল্যান্ডস। টসে জিতে ডাচরা প্রথমে ফিল্ডিংই বেছে নিলেন। শুরুতেই ডি ভিলিয়ার্সের উইকেট তুলে নিয়ে চমক জাগানোর চেষ্টা করে ডাচরা। তবে এরপর শুরু হয় প্রোটিয়া ব্যাটসম্যানদের শাসন।ক্যালিস অপরাজিত ছিলেন ১২৮ রানে। ৬৭ রান করেন স্মিথ। ৭২ রান করেন গিবস আর ৭৫ রানে অপরাজিত থাকে মার্ক বাউচার। বৃষ্টির কারনে ৪০ ওভার খেলা হয়। আর এই ৪০ ওভারেই প্রোটিয়াদের রান গিয়ে দাঁড়ায় ৩৫৩ রানের বিশাল পর্বতে। দুই দলের শক্তির বিচারে প্রোটিয়াদের এই ইনিংস খুব বেশি অবাক হওয়ার নয়। তবে ম্যাচটি সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকবে গিবসের কল্যাণেই। ৩০তম ওভারেই ডাচ বোলার ড্যান ফন বাঙয়ের বলগুলোকে একের পর এক যেভাবে মাঠের বাইরে পাঠাতে শুরু করেন,কখনও লং অফের ওপর দিয়ে,আবার কখনও লং অনের ওপর দিয়ে,অথবা মিডউইকেটের ওপর দিয়ে। শেষ বলটিও যখন বাউন্ডারির ওপর দিয়ে ছক্কা মেরে দিলেন,এরপরই তৈরি হয়ে গেলো ওয়ানডে ইতিহাসের এই রেকর্ডটি। অবিশ্বাস্য রেকর্ডটি গড়ার পর গিবস বলেন,আসলে তেমন কোন কিছুই মাথায় ছিল না। বলগুলো আসছিল খেলার মত করে। আর আমিও খেলছিলাম। আমি ভাগ্যবান যে একে একে ছয় বলে ছয় ছক্কা হয়ে গেল। ছয় বলে ছয় ছক্কা মারার কথা কখনো মনে হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে গিবস বলেন, ‘ক্যালিস এসেই আমাকে জানাল চেষ্টা করলে রেকর্ডটি গড়তে পারি। এরপর চতুর্থ বলেও যখন ছক্কাটি চলে এলো,তখনই মনে মনে ভাবি,না চেষ্টা করে দেখি,হয় কি না।তবে গিবসের এই অসাধারণ কীর্তিটি মাঠে থেকে সরাসরি উপভোগ করেছে মাত্র এক হাজার দর্শক। আর ২২১ রানের বিশাল ব্যবধানে জয় পায় প্রোটিয়ারা।