বগুড়ার পুরোহিতের পর এবার মসজিদের ইমামকে হত্যার হুমকি দেয়া হয়েছে। ধুনট উপজেলার তারাকান্দি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদেরকে (৩৫) হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে দুর্বৃত্তরা।রোববার দুপুরে চিঠির নির্দেশ মতো মসজিদ ছেড়ে গ্রামের বাড়িতে ফিরে গেছেন তিনি। মাওলানা আব্দুল কাদের ধুনট উপজেলার ছাতিয়ানি গ্রামের জালাল উদ্দিনের ছেলে।মাওলানা আব্দুল কাদের জানান, প্রায় এক বছর ধরে তারাকান্দি গ্রামের জামে মসজিদে তিনি ইমামতি করছেন। মসজিদের পাশেই একটি কক্ষে তিনি রাতযাপন করেন। শনিবার বিকেলে বিছানার ওপর একটি হাতে লেখা চিঠি পান তিনি। এতে লেখা ছিল, রোববার দুপুরের মধ্যে মসজিদ ছেড়ে চলে যেতে হবে। না হলে তাকে হত্যা করা হবে। এছাড়া চিঠির বিষয়টি কাউকে না জানানোর জন্যও সতর্ক করা হয়। পরে তিনি রোববার সকালে ওই চিঠির ফটোকপিসহ ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।স্থানীয় ইউপি সদস্য তারাকান্দি গ্রামের বাসিন্দা তোজাম্মেল হক জানান, এ বিষয়ে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। তারপরও নিরাপত্তহীনতার কারণে ইমাম আব্দুল কাদের বাড়িতে চলে গেছেন। ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফারুকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।এআরএ/পিআর