প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশজুড়ে জনগণের জানমালের নিরাপত্তার জন্য সরকার প্রয়োজনে আরো কঠোর হবে। বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, জামায়াত নির্বাচন করতে না পারায় বিএনপি নির্বাচনে আসেনি। নির্বাচনে না এসে তারা ভুল করেছে। এখন তাদের ভুলের খেসারত কেন জনগণকে দিকে হবে? তারা দেশজুড়ে যে সহিংসতা করছেন তা বন্ধ না করলে সরকার প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা নেবে।