গাজীপুর মহানগরের ভোগড়া মোগরখাল এলাকায় ঢাকা বাইপাস সড়কে দুর্বৃত্তের দেয়া পেট্রোল বোমায় মিষ্টি মিয়া (৪৫) নামে এক ট্রাকচালক দগ্ধ হয়েছেন।গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দগ্ধ মিষ্টি মিয়া গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার সাতারপাড়া এলাকার মৃত বাছেদ মিয়ার ছেলে।এলাকাবাসী জানায়, রাত ৮টার দিকে দুর্বৃত্তরা ট্রাকটিতে পেট্রোল বোমা নিপেক্ষ করলে ট্রাক চালক মিষ্টি মিয়া দগ্ধ হয়। পরে স্থানীরা গিয়ে ট্রাকের আগুন নেভায়। এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, রাত সাড়ে ১০টার দিকে ট্রাক চালক মিষ্টি মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেট্রোল বোমার আগুনে তার শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে।এদিকে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সারাদেশে নিদির্ষ্টকালের অবরোধ চলাকালে মঙ্গলবার রাতে পাজীপুর থেকে ২০ দলীয় জোটের ১০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।