দেশজুড়ে

রাজবাড়িতে নদীতে পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

রাজবাড়ি জেলার পাংশা উপজেলার চন্দনা নদীর পানিতে পড়ে সাগর সরদার (১৯) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।রোববার বিকাল সাড়ে ৫টার দিকে নদী থেকে ওই প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সাগর সরদার পাংশা পৌর এলাকার আব্দুল সরদারের ছেলে।পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে প্রতিবন্ধী যুবক সাগর ও তার মা চন্দনা নদীর সাঁকোর উপর দিয়ে দিয়ে পার হচ্ছিল। এ সময় সাগর নদীতে পড়ে যায়। নদীতে অনেক স্রোতের কারণে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে ডুবুরি দল সাঁকো থেকে প্রায় ১০০ গজ ভাটি থেকে যুবকের মরদেহ উদ্ধার করে।রুবেলুর রহমান/এএম/আরআইপি