দেশজুড়ে

ধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন

শেরপুরে কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই ছাত্রীকে অপহরণের মামলায় আসামিদের ১৪ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক কিরণ শংকর হালদার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন- সদর উপজেলার গণইবরুয়াপাড়া গ্রামের প্রয়াত ইদ্রিছ আলীর ছেলে চান মিয়া (৩৫), একাব্বর আলীর ছেলে নজু শেখ (২৭) ও মফিজ শেখের ছেলে শামীম মিয়া (২২)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি রসুল ও ইয়াকুবকে খালাস দেন আদালত।রাষ্ট্রপক্ষের পিপি গোলাম কিবরিয়া বলেন, ২০১৫ সালের ২৬ জুলাই রাতে শেরপুর শহর থেকে বই কিনে বাড়ি ফেরার পথে দণ্ডিতরা কলেজছাত্রীকে অপহরণ করে। পরে পাশের ক্ষেতে নিয়ে ধর্ষণের পর তার আত্মীয়ের বাসায় রেখে যায়। এ ঘটনায় পরদিন ওই ছাত্রী শেরপুর সদর থানায় একটি মামলা করেন। গত বছরের ২৫ নভেম্বর পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল মানসুর স্বপন বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। হাকিম বাবুল/এএম/পিআর