দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরজিনা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পার্বতীপুর-দিনাজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত আরজিনা পার্বতীপুর উপজেলার চন্ডীপুর ইউনিয়নের ছোট হরিপুর মুন্সিপাড়া গ্রামের মৃত মোফাখখারুলের স্ত্রী।এলাকাবাসী জানায়, আরজিনা মন্মথপুর ইউনিয়নের চাকলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করা হয়েছে।এমদাদুল হক মিলন/এআরএ/পিআর