দেশজুড়ে

সাতক্ষীরায় মাছ ভর্তি ১৩ ট্রাক জব্দ

সাতক্ষীরায় অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা মাছ ভর্তি ১৩টি ট্রাক জব্দ করেছে বিজিবি। রোববার দিনগত রাত ১০টার দিকে ভোমরা বিওপির বাঁশকল চেকপোষ্ট এলাকায় ট্রাক ভর্তি এসব মাছ জব্দ করা হয়। বিজিবি ৩৮ ব্যাটালিয়নের তথ্য ও গণসংযোগ কর্মকর্তা (পিআরও) হাবিবুল্লাহ আল বাকী জাগো নিউজকে জানান, ১৩টি ট্রাকসহ ৬৫০ কেজি বোয়াল মাছ ও ৪৭ টন সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত ট্রাকসহ মাছের মূল্য ৭ কোটি ৯৭ লক্ষ ৬০ হাজার পাঁচশত টাকা।আকরামুল ইসলাম/আরএস