ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী মাইক্রোবাসের অজ্ঞাত দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ অন্তত ৮ জন।সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলায় এ দুর্ঘটন ঘটে। নিহতদের বয়স ৪০ থেকে ৫০ এর মধ্যে বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আহতরা হলেন- জামাল মিয়া (৩৯), রুফিয়া বেগম (৫০), আবদুল কাইয়ূম (৭৩), জুনায়েদ হোসেন (২৪), জাহিদুল (১২), হাবীবাহ্ (০২), ওমর মিয়া (০৩) ও মরিয়ম (০৫)। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর থেকে হতাহতরা বিদেশ থেকে আগত তাদের এক স্বজনকে আনতে মাইক্রোবাস যোগে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা বাজারের সামনে আশুগঞ্জ থেকে আসা সিলেট অভিমুখী একটি পণ্যবাহী ট্রাক মাইক্রোবসাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ওই দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির সিদ্দিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও দুর্ঘটনার পরপ রই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।আজিজুল সঞ্চয়/এসএস/আরআইপি