দেশজুড়ে

হিলি সীমান্তে ১২টি রাধা-কৃষ্ণ মূর্তি উদ্ধার

দিনাজপুর জেলার হিলি সীমান্তের ধরন্দা এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পিতলের ১২টি রাধা-কৃষ্ণ মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার সকাল ৯টায় বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব মূর্তি উদ্ধার করে। জয়পুরহাট-৩ বিজিবর পরিচালক লে. কর্ণেল আব্দুল খবীর সরকার জানান, ভারত থেকে মূর্তি পাচার হয়ে বাংলাদেশে আসছে এমন সংবাদ পেয়ে ধরন্দা এলাকায় যায় বিজিবি সদস্যরা। এ সময় চোরাচালানিরা গরুর রাখাল সেজে ঘাসের বস্তায় এসব মূর্তি দেশে আনছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাচালানীরা। পরে সেখান থেকে ভারতীয় পিতলের ১২টি মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব মূর্তির মূল্য প্রায় এক লাখ ৪৮ হাজার টাকা বলে জানান লে. কর্ণেল আব্দুল খবীর সরকার।   এমদাদুল হক মিলন/এএম/এমএস