দেশজুড়ে

মৃত ডাক্তার চিকিৎসা দিচ্ছেন!

বিশ্বাস করুন আর নাই করুন মৃত ডাক্তার এখনো চিকিৎসা দিচ্ছেন। তাও বাংলাদেশে। আর মৃত ডাক্তারের চিকিৎসায় রোগীরাও সেরে উঠছেন। একটি প্রেসক্রিপশন দেখলে এমনটিই মনে হবে। অভিনব প্রেসক্রিপশনটি  ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে ডাক্তারের নাম লেখা হয়েছে মৃত মোক্তার মজিদ। ছোট করে লেখা আছে এসও ডা. নুরন্নবী।  জানা যায়, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় মোক্তার মজিদ নামে এক চিকিৎসক ছিলেন। সে সময় কোনো ভালো ডাক্তার আশপাশে না থাকায় মোক্তার ডাক্তারই স্থানীয়দের চিকিৎসাসেবা দিতেন। এতে অনেকে রোগব্যাধি থেকে মুক্তিও পেয়েছেন। ফলে তার একটি পরিচিতি গড়ে ওঠে। মোক্তার মজিদের মৃত্যুর পর তার ছেলে ডা. নুরন্নবী বাবার পরিচিতি পুঁজি করে রোগী দেখা শুরু করেন। এজন্য তিনি নিজের নাম প্রেসক্রিপশনে ছোট করে লিখলেও বাবার নাম বড় করে লেখেন এবং নামের সামনে মৃত শব্দটিও যুক্ত করে দেন। এই অভিনব প্রেসক্রিপশনটি কৌতূহলের সৃষ্টি করেছে। যে কারণে সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে গেছে। এইচআর/পিআর