চাঁদপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে অবরোধকারীদের আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।বুধবার রাত ১০ টার দিকে জেলার হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে এ ঘটনা ঘটে। কভার্ড ভ্যানে থাকা বিভিন্ন স্টেশনারি, আসবাবপত্র ও ক্রোকারিজ সামগ্রীও পুড়ে গেছে। হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান, চাঁদপুর থেকে হাজীগঞ্জ হয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের (ঢাকা মেট্রো-উ ১৪-১৬৩৬) গাড়ীটি হাজীগঞ্জের বলাখাল এলাকা পার হওয়ার সময় দুর্বৃত্তরা পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে।মালামালসহ ভ্যানটি পুরোপুরি ভস্মীভূত হয়। চালক ও সহকারী আগেই নেমে যাওয়ায় রক্ষা পান। অবরোধকারীরা এ সময় ওই সড়কে আরও কয়েকটি যানবাহন ভাঙচুর করে।হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর জানান, তাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধা-ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে পারলেও তার আগেই সব পুড়ে যায়।