বগুড়ার শেরপুর উপজেলায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কালসিমাটি গ্রামের সোলায়মানের ছেলে সেলিম রেজা, খলিসাগাড়ীর মোসলেম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী মনোয়ারা বেগম।শেরপুর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুশান্ত কুমার জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সেলিম রেজা যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অপর দুইজন মাদক মামলার আসামি।এআরএ/আরআইপি