বগুড়ার ধুনট উপজেলার বানিয়াগাতি জামে মসজিদের ইমাম মতিউর রহমান হত্যা মামলার আসামি আনিছুর রহমান (৪২) হাতকড়া পড়া অবস্থায় পুলিশের কাছ থেকে পালিয়ে গেছেন। মঙ্গলবার বিকেলে আদালতে নেয়ার পথে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকার একটি সিএনজি পাম্প থেকে তিনি পালিয়ে যান।অভিযুক্ত আনিছুর ধুনট উপজেলার বানিয়াগাতি গ্রামের মৃত মহসিন আলমের ছেলে এবং একই উপজেলার মহিশুরা দাখিল মাদরাসার অফিস সহকারী ছিলেন। এর আগে মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার মহিশুরা দাখিল মাদরাসার প্রধান ফটক থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুপুরে ধুনট থানা থেকে হাতকড়া পড়া অবস্থায় আসামি আনিছুরকে কনস্টেবল হাসেম আলী ও আজাদের মাধ্যমে সিএনজিচালিত অটোরিকশায় করে বগুড়া আদালতের উদ্দেশ্যে পাঠানো হয়। পথে অটোরিকশার গ্যাস নেয়ার সময় অসাবধানতাবসত আনিছুর পালিয়ে যান। তবে আসামিকে পুনরায় গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এআরএ/এমএস