দেশজুড়ে

পটুয়াখালীতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মিছিল

পটুয়াখালীতে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় পৌর সন্ত্রাস প্রতিরোধ কমিটির উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন, উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান মিন প্রমুখ বক্তব্য রাখেন।বিএ