জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাথরেরচর এলাকা থেকে ৩ হাজার ৭শ ৪০ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ।বৃহস্পতিবার সকালে পাথরেরচর গ্রামে নির্মাণাধীন একটি বাড়ির মাটি খোড়ার সময় বস্তাবন্দি অবস্থায় এসব গুলি উদ্ধার করা হয়।৩৫ বিজিবি সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর বিওপির ১০৭৫ নং পিলার সংলগ্ন সীমান্ত এলাকার বাংলাদেশের ৫শ গজ ভেতরে ডা. মামুন নামে স্থানীয় এক ব্যক্তির নতুন বাড়ির নির্মাণ কাজ চলছিল। নির্মাণাধীন ওই বাড়ির মাটি খোড়ার সময় বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ গুলি বেড়িয়ে আসে। এসময় স্থানীয় লোকজন বিজিবি ও পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থল থেকে মেশিনগানের (এমজি) ৩ হাজার ৭৪০ রাউন্ড পরিত্যক্ত গুলি উদ্ধার করে। পরে উদ্ধারকৃত গুলি দেওয়ানগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। গুলিগুলো কোন সময়ের সঠিকভাবে জানা না গেলেও উদ্ধারকৃত মেশিনগানের গুলির গায়ে পিওএফ-৬০ (পাকিস্তান অডিনেন্স ফ্যাক্টরি-৬০) লেখা থাকায় মুক্তিযুদ্ধ সময়কার বলে ধারণা করা হচ্ছে।দেওয়ানগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান গুলি উদ্ধারের কথা স্বীকার করে বলেন, উদ্ধরকৃত গুলিগুলো অনেক পুরনো তদন্ত শেষেই গুলিগুলো কোন সময়কার তা বলা যাবে।