ফরিদপুর জেলার বোয়ালমারীতে পিকনিক আয়োজনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী মোকছেদ শেখের (৫৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত দশজন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার ময়না গ্রামে প্রতিপক্ষের সড়কির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত মোকছেদ ওই গ্রামের মাসুদ শেখের ছেলে।ময়না ইউনিয়নের চেয়ারম্যান নাসির মোহাম্মাদ জানান, পিকনিক আয়োজনকে কেন্দ্র করে উপজেলার গুনবহা ইউনিয়নে রেনিনগর গ্রাম থেকে শতাধিক লোক ঢাল সড়কি নিয়ে মোকছেদ সেক ও হালিম সেকের বাড়িতে হামলা করে। এ সময় হামলাকরারীদের সড়কির আঘাতে ঘটনাস্থলেই মোকছেদ শেখের মৃত্যু হয়। তিনি আরো জানান, রেনিনগরের গ্রামের লোকজনের সঙ্গে পিকনিককে কেন্দ্র করে ময়না গ্রামের লোকজনের কোন্দল হয়। এরই জের ধরে বুধবার রেনিনগরের লোকজন ময়না গ্রামে হামলা করে। ফরিদপুরের সহাকারী পুলিশ সুপার আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এস.এম. তরুন/এএম/এমএস