যশোরের ঝিকরগাছার গঙ্গানন্দপুর ইউপি চেয়ারম্যান আবদুল জলিল হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত আসামি আলী আহমেদ ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের মোশারফ বিশ্বাসের ছেলে। একই সঙ্গে ১৮ আসামি বেখসুর খালাস পেয়েছেন। বুধবার বিকেলে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সামসুল হক এ রায় ঘোষণা করেন। যশোর আদালত পুলিশের পরিদর্শক রেজাউল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।আদালত সূত্রে জানা যায়, ২০০০ সালের ২৯ জুলাই রাতে পূর্বশত্রুতার জেরে ঝিকরগাছার উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিলকে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনার পরদিন নিহতের ছেলে সাহেদুর রহমান বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে ঝিকরগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৬ বছর আদালতে সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক আলী আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। একই সঙ্গে অপরাধ প্রমাণিত না হওয়ায় ১৮ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।মিলন রহমান/ এমএএস/এবিএস