পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে মুক্তিযোদ্ধাদের আঙুল তুলে শাসালেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন খাঁন। এতে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ক্ষুব্ধ হয়েছে। একই সঙ্গে অবিলম্বে রামগড় থানার ওসি মো. মাঈন উদ্দিন খানের প্রত্যাহার দাবি করে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে জেলার রামগড় উপজেলা সদরে জঙ্গিবাদবিরোধী এবং মুক্তিযোদ্ধা লাঞ্ছনা ও মুক্তিযোদ্ধা সন্তান হত্যার ঘটনায় পুলিশের নিরব ভূমিকার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে রামগড় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।মানববন্ধন চলাকালে রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন খান হঠাৎ মানববন্ধনে এসে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. রইস উদ্দিনসহ মুক্তিযোদ্ধা নেতাকর্মীর ওপর চড়াও হন। এ সময় তিনি আঙুল তুলে তাদের শাসিয়ে মানববন্ধন বন্ধ রাখতে বলেন। এতে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা ক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানায়। মানববন্ধন শেষে রামগড় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক জরুরি বৈঠকে শান্তিপূর্ণ মানববন্ধনে ওসির অপ্রত্যাশিত হস্তক্ষেপের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে প্রত্যাহারসহ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী ১৬ আগষ্ট খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যায় সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইস উদ্দিন। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মো. হারুন মিয়া, সদস্য সচিব আবুল কালাম আজাদ, রামগড় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খাজা নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।তবে মুক্তিযোদ্ধাদের শাসানোর বিষয়ে জানেত চাইলে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন খাঁন জাগো নিউজের কাছে তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেন।মুজিবুর রহমান ভুইয়া/এএম/এবিএস