বিনোদন

ফিরছেন মিলা

অনেক দিন ধরেই অডিওতে নীরব সময় পার করছেন জনপ্রিয় পপতারকা মিলা ইসলাম। একটা দীর্ঘ সময় ধরে নতুন গান কিংবা অ্যালবাম মিলার কাছ থেকে পাওয়া যায়নি। এদিকে গত তিন বছরের বিভিন্ন সময়ে অ্যালবাম প্রকাশের ঘোষণাও দিয়েছেন তিনি। কিন্তু নিজের কথা কোনবারই রাখতে পারেননি এই পপতারকা। অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গান করাও প্রায় ছেড়ে দেন তিনি। গত বছরের প্রথমদিকে স্টেজ শোতেও অনিয়মিত হয়ে যান এই সংগীত তারকা। তবে মাঝামাঝি সময়ে আবারও নিয়মিত হন। ডিসেম্বরে দেশ ও বিদেশের একাধিক শোতে অংশ নিয়েছেন তিনি। এর মধ্যে প্রবাসীদের আয়োজনে জাপানের টোকিওতেও শো করে এসেছেন। বর্তমানে স্টেজ নিয়েই সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে মিলা ভক্তদের জন্য সুখবর হলো এরই মধ্যে ‘আনসেন্সরড’ নামক মিউজিক্যাল ডকুমেন্টারি প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। এখানে নতুন গান, মিউজিক ভিডিওসহ মিলার মিউজিক ক্যারিয়ারের অনেক বিষয় উঠে আসবে। চলতি বছরের মাঝামাঝি সময়েই এটি প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে মিলা বলেন, দেখতে দেখতে আসলে অনেক সময় চলে গেল। নতুন গান নিয়ে আমি তৈরি হয়ে আছি। শুধু প্রকাশের অপেক্ষা। গান ছাড়াও ‘আনসেন্সরড’-এ অনেক চমক থাকবে শ্রোতা-দর্শকদের জন্য। সেই চমকের জন্য আর খানিকটা সময় অপেক্ষা করতে হবে।