দেশজুড়ে

থানায় অভিযোগ দেয়ায় হাত ভেঙে দিলেন চেয়ারম্যান

সাতক্ষীরার কলারোয়া থানায় অভিযোগ দেয়ায় শালিশ ডেকে আব্দুল হামিদ নামে এক ব্যক্তিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়েছেন কেড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল।বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ইউনিয়নের বোয়ালিয়া বাজারে এ ঘটনা ঘটে। বাজারের মধ্যে প্রকাশ্যে শত শত মানুষের সামনে নির্মম এ নির্যাতনের স্বীকার আব্দুল হামিদ বোয়ালিয়া গ্রামের মৃত. আব্দুল জব্বারের ছেলে।তিনি ঘটনার বিবরণে বলেন, গত বুধবার তার জমি দখলের বিষয় নিয়ে গ্রামের মৃত. মফেজ উদ্দিন গাজীর ছেলে মুনসুর, কওসার ও শওকাত গাজীর বিরুদ্ধে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে এসআই মহিদুল ইসলাম ঘটনাস্থান পরিদর্শনে যান।পরে ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল বিষয়টি নিয়ে মীমাংসার কথা বলেন এবং থানার দারোগার সঙ্গে কথা বলে বৃহস্পতিবার বিকেলে শালিশি বৈঠক ডাকেন। বৈঠকে চোকিদার সঞ্জয় গাইনের হাতে থাকা বেত দিয়ে চেয়ারম্যান এলোপাথাড়ি মারপিট করেন।এতে আব্দুল হামিদের বাম হাত ভেঙে যায়। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে চেয়ারম্যান বলেন, আজকের মতো এখানে শালিশ সমাপ্ত করা হলো।ঘটনার বিষয়ে ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল বলেন, ও খারাপ লোক, শালিশ মানে না।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম জাগো নিউজকে বলেন, ঘটনাটি শুনে লিখিত অভিযোগ দেয়ার কথা বলেছি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।আকরামুল ইসলাম/বিএ