টাঙ্গাইলের নাগরপুরে ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মীরনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ওই শিশুর মা গোসল করতে গেলে উপজেলার ইরতা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে রাফিজুল মিয়া (২২) ঘরে ঢুকে জোড়পূর্বক শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোক এসে ধর্ষককে ধরে ফেলে। পরে উত্তেজিত জনতা ধর্ষক রাফিজুল মিয়াকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। ধর্ষণের শিকার ওই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে নাগরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম ধর্ষকের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। আরিফ উর রহমান টগর/এফএ/এবিএস