দেশজুড়ে

বৃদ্ধকে পেটাল চাঁদাবাজরা

চাঁদা না দেয়ায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর গ্রামে আবু বক্কর বিশ্বাস (৭৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আর এই মামলা তুলে নেয়ার জন্য হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।জানা যায়, শৈলকুপা উপজেলার দিগনগর গ্রামের মৃত গোলাম পাঞ্জাতন বিশ্বাসের ছেলে আবু বক্কর বিশ্বাসের কাছে গত মঙ্গলবার এক লাখ টাকা চাঁদা দাবি করে ওই গ্রামে ইমমাদুল বিশ্বাসের ছেলে মাসুম বিশ্বাস (৪০)।টাকা দিকে অস্বীকার করলে বিকেলে মাসুম বিশ্বাস, একই গ্রামের আমিরুল ইসলাম, ফারুক বিশ্বাস, রহিম বিশ্বাস, রইচ বিশ্বাস বৃদ্ধ আবু বক্কর বিশ্বাসকে পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তার ছেলে পলাশ উদ্দিন বিশ্বাস বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেন।মামলার পর থেকে মামলাটি তুলে নিতে বার বার হুমকি দিচ্ছে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে আহতের ছেলে পলাশ উদ্দিন। তিনি অভিযোগ করে বলেন, চাঁদার দাবিতে আমার বাবাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার পর আসামিরা আমাদের বাড়িতে যেতে দিচ্ছে না। এ ঘটনায় প্রাশসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।আহমেদ নাসিম আনসারী/এআরএ/এমএস