দেশজুড়ে

কাহারোলে শিবিরের জঙ্গি আস্তানায় আগুন

দিনাজপুরের কাহারোলে জিহাদি বই ও দেশীয় অস্ত্রসহ শিবিরের সাত নেতাকর্মী গ্রেফতারের ৩৩ ঘণ্টা পর ব্যবহৃত আস্তানায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শিবিরের ব্যবহৃত ওই আস্তানায় আগুন দেয়া হয়।এর আগে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ- কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। সমাবেশ শেষে স্থানীয় জনতা শিবিরের আস্তানা নামে পরিচিত ভিক্টরি ইন্টারন্যাশনাল স্কুলে অগ্নিসংযোগ করে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের দশমাইল সংলগ্ন পূর্বসাদীপুর গ্রামের আজিজুল ইসলামের বাড়িতে স্থাপিত ভিক্টরি ইন্টারন্যাশনাল স্কুলে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করার সময় জিহাদি বই, দেশীয় অস্ত্র, সাংবাদিকের ভুয়া পরিচয়পত্র, সংগঠনের পরিচয় পত্রসহ সাতজনকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, কাহারোল উপজেলার চকপ্রাণ কৃষ্ণ গ্রামের গোলাম মোস্তফার ছেলে, মো. জাকিরুল ইসলাম (২৬), গড়নরপুর গ্রামের সাজেমান আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (২৪), ইটুয়া গ্রামের নাইমুল হকের ছেলে মো.শামীম রেজা (২৬), পূর্ব মল্লিকপুর গ্রামের আজদুল হকের ছেলে মো. আমজাদ হোসেন (২৬), নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা গ্রামের কায়েদে আযমের ছেলে মো. বদরুল ইসলাম (২৩), হাজামান আলীর ছেলে মো. নুরুল ইসলাম (২০), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সিঙ্গারোল গ্রামের সামছুল হকের ছেলে মো. কাজল (৩২)।কাহারোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিক্ষুব্ধ জনতা স্কুলটিতে আগুন লাগিয়ে দেয়ার পর পাকা বিল্ডিং এ তালা ঝুলিয়ে দিয়েছে।এমদাদুল হক মিলন/এআরএ/এমএস