দেশজুড়ে

বিপদের সময় ভাগ্য নিয়ে রাজনীতি করবেন না

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, দেশে এতো বড় একটা বন্যা হলো অথচ বিএনপির কোনো নেতাকর্মী দুর্গত মানুষের পাশে দাঁড়ায়নি। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ান। মানুষের বিপদের সময় তাদের ভাগ্য নিয়ে রাজনীতি করবেন না। শনিবার দুপুরে মানিকগঞ্জের আরিচা ঘাটে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী আরো বলেন, শোকের মাস চলছে। নেত্রীর নির্দেশ বন্যার্ত ও নদী ভাঙনে মানুষ বিপদে আছে। তাদের পাশে দাঁড়াতে হবে। এতে বঙ্গবন্ধুসহ তার পারিবারের সদস্যদের আত্মা শান্তি পাবে।তিনি বলেন,বন্যা সময়ের মতো বন্যার পরও সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে। উদ্যোগ নেয়া হবে যথাযথ পুর্নবাসনেরও।এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুব ও ক্রীড়া সম্পাদক সফিউল আরেফিল টুটুল, স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো.আবদুস সালামসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।মন্ত্রী স্থানীয় ৫০০ দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও তার ব্যক্তিগত পক্ষ থেকে নগদ টাকা বিতরণ করেন। এছাড়াও আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রুটি বিতরণ করেন।বি. এম খোরশেদ/এসএস/এবিএস