দেশজুড়ে

ভিমরুলের কামড়ে তিন বোনের মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে ভিমরুলের কামড়ে তিন বোনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো একজন চিকিৎসাধীন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।ভিমরুলের কামড়ে মারা যাওয়া তিন বোন বীরগঞ্জের ইসলামের মেয়ে। তারা হলো- হাদিসা (৮), ফারজানা (৩) ও মিম (৮ মাস)। এছাড়া ইসলামের স্ত্রী রহিমাও (৪৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।জানা গেছে, ইসলামের তিন মেয়ে ও স্ত্রীকে ভিমরুল কামড় দিলে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাদিসা (৮) ও ফারজানা (৩) মারা যায়। এছাড়া বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মিম মারা যায়।রবিউল এহসান রিপন/আরএস/এসএস/এমএস