কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ও ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শুক্রবার সন্ধ্যা ৬টায় তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন উপজেলার মথুরাপুর গ্রামের আব্দুল করিমের ছেলে মহিন উদ্দিন ও ডুলিপাড়া এলাকার সামছুল হকের ছেলে মাজহার। কুমিল্লা ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মিডিয়া অফিসার রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।জাগো নিউজকে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মহিন ও মাজহারকে আটক করা হয়েছে।বিএ