জাতীয়

আশুলিয়ায় বাসচাপায় শ্রমিকের মৃত্যু

সাভারের আশুলিয়ায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মিজানুর রহমান নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের নবী টেক্সটাইল বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।মিজানুর রহমানের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বলে জানা গেছে। তিনি আশুলিয়ার বোল্লারবাগ এলাকায় ভাড়ায় থেকে গাজীপুরের বেক্সিমকো শাহীনপুকুর সিরামিকসে কাজ করতেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মিজানুর রহমান শাহীনপুকুর সিরামিকসে যাওয়ার পথে নবী টেক্সটাইল বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এসময় দ্রতগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আটকের চেষ্টা চালানো হচ্ছে।বিএ