নাটোরের গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির কাচারীপাড়ার দোতলা বাসভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।এ ঘটনায় বাসার সিকিউরিটি গার্ড রবিউল ইসলাম (২০) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। রবিউল বড়াইগ্রাম উপজেলার চান্দাই গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি এক মাস দশ দিন আগে সিকিউরিটি গার্ড পদে ওই বাসায় যোগদান করেন।পুলিশ ও রবিউল ইসলাম জনান, স্থানীয় সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি ও পরিবারের সদস্যরা চিকিৎসার কারণে বাইরে অবস্থান করার সুযোগে শনিবার রাতে তিনজন মুখোশধারী দুর্বৃত্ত বাসার পেছন গেট দিয়ে ঢুকে অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। এ সময় তারা বাড়ির সিকিউরিটি গার্ড রবিউলকে বৈদ্যুতিক রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে তার আর্তচিৎকারে এলাকাবাসীরা এগিয়ে আসার আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা।গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশি নজরদারি চলছে। ওই সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।রেজাউল করিম রেজা/এসএস/এমএস