দেশজুড়ে

ফুলবাড়ীতে অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ীতে পেট্রলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু ও ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বেতদীঘি ইউনিয়নের মাদিলাহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন মাদিলাহাট বাজারের দোকানদার বাবলুর মেয়ে মনিরা (১৫)। এ ঘটনায় গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন বাবলুর স্ত্রী রুপিয়া বেগম (৪৫) ও তার ছেলে রনি (১৭)। এছাড়া বাকী আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যায় বাবলুর পেট্রলের দোকানে বিদ্যুত না থাকায় মোমবাতি জ্বালিয়ে পেট্রল বেচাকেনার সময়  অগ্নিসংযোগ ঘটে। এর কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাবলুর দোকান ও দোকানসংলগ্ন আশপাশের দোকান ও বাড়িতে। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে মাদিলাহাট বাজার জুড়ে। আগুনের ভয়াবহতায় এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে বাজারের সাধারণ মানুষ। এ সময় প্রায় ৩০ জন আহত হয়। এদিকে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয় বাবলুর স্ত্রী রুপিয়া বেগম ও বাবলুর ছেলে রনি (১৭) ও মেয়ে মনিরা (১৫)। এর আধা ঘণ্টা পর ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রংপুর বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে বাবলুর মেয়ে মনিরার (১৫) মৃত্যু হয়। উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজা, ওসি তদন্ত আব্দুর রহমান সরকার অগ্নিদগ্ধ হয়ে একজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের কাজ চলছে। এমদাদুল হক মিলন/এসএস/আরআইপি