দেশজুড়ে

শেরপুরে বন্যার পানিতে ডুবে কৃষকের মৃত্যু

শেরপুরে বন্যার পানিতে ডুবে ওসমান মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৭টার দিকে উপজেলার কামারেরচর বাজারের শুক্রামদিতে এ ঘটনা ঘটে। মৃত ওসমান মিয়া চরমুচারিয়া ইউনিয়নের চরবাবনা গ্রামের রজব আলীর ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, বন্যার পানিতে সকালে ওসমান মিয়াসহ আরো তিনি কৃষক পাট ধোয়ার জন্য পানিতে নামেন। এ সময় প্রবল স্রোতে চার কৃষক ভেসে যান। অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও ওসমান মিয়া নিখোঁজ হন। বিলের পানিতে খোঁজাখুঁজির একপর্যায়ে আধাঘন্টা পর তার মরদেহ ভেসে উঠে।চরমুচারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. খুরশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিলের পানিতে পাট ধুতে গিয়ে ওসমান মিয়ার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্ত না করে দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়েছে।হাকিম বাবুল/এএম/পিআর