মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় হেলপারসহ দুজন নিহত হয়েছেন। রোববার দুপুর ও শনিবার মধ্য রাতে এই পৃথক দুটি ঘটনা ঘটে।উপজেলার বাউশিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকায় রোববার ভোরে থেমে থাকা মালবাহী ট্রাককে পিছন থেকে দ্রুতগতির একটি পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই হেলপার হাসানের (২২) মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন পিকআপচালক। গজারিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. কামরুজ্জামান রাজ জানান, শনিবার মধ্যরাত বাউশিয়া শান্তিনগর এলাকায় থেমে থাকা লবণবোঝাই (রাজশাহী-মেট্রো-ট-১১-০১৫২) ট্রাকটি পিছন থেকে দ্রুতগতির (ঢাকা-মেট্রো-ন-১৪-০৩৭৩) পিকআপ ধাক্কা দিলে তা দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপার নিহত হন। অপরদিকে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার বেজগাঁও নামক এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাত (১৩) এক যুবক নিহত হয়। পুলিশ জানায়, রোববার বেলা ২টার দিকে বেজগাঁও বাসস্ট্যান্ডের সামনে অভ্যন্তরীণ ইলিশ পরিবহনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।এআরএ/পিআর