বগুড়া জেলার আদমদীঘির চাঁপাপুর পুরাতুন জামে মসজিদের ইমাম মোতাহার হোসেনকে উড়োচিঠি দিয়ে হত্যার হুমকি দিয়েছে। রোববার এ ঘটনায় মোতাহার হোসেন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পক্ষ থেকে এ হুমকি দেয়া হয়েছে মর্মে চিঠিতে উল্লেখ করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাপুর পুরাতন জামে মসজিদের ঈমাম হাফেজ মোতাহার হোসেন গত ৪-৫ বছর ধরে ওই মসজিদে ইমামতি করছেন। শুক্রবার মাগরিবের নামাজের পর মসজিদের মোয়াজ্জেম আজাদ হোসেন দরজা খুললে মোতাহারের নামে একটি খাম পড়ে থাকতে দেখেন। খামের ভেতর থাকা চিঠিতে তাকে হত্যার হুমকি দেয়া হয়।আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জিডির কথা নিশ্চিত করে বলেন, তদন্তপূর্বক আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ওই ইমামের নিরাপত্তা দেয়া হবে।লিমন বাসার/এএম/আরআইপি