দেশজুড়ে

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ঝিনাইদ জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোকেয়া বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার সকালে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃত রোকেয়া বেগম কানাই ইউনিয়নের গয়েশপুর গ্রামের আব্বাস উদ্দিনের স্ত্রী।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, প্রতিদিনের মতো সকালে রোকেয়া বেগম পোল্ট্রি ফার্মে কাজ করতে যান। এ সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আহমেদ নাসিম আনসারী/এএম/এবিএস