দুদকের কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ বলেছেন, স্ব-স্ব অঙ্গণের জবাবদিহিতা নিশ্চিত করা ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আর সুশাসন নিশ্চিত করা ছাড়া দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়। দেশের স্বার্থে দুর্নীতিবাজদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।রোববার বিকেলে শেরপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় দুর্নীতি প্রতিরোধকল্পে জেলা পর্যায়ের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুদক কমিশনার। সভায় বিশেষ অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, দুর্নীতি প্রতিরোধ করা ছাড়া সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়। যারা দুর্নীতি করে তাদেরই একটি অংশ সন্ত্রাস ও জঙ্গিবাদে অর্থের যোগান দেয়। তাই তাদেরকেও শনাক্ত করে দুর্নীতির আওতায় নিয়ে বিচার করতে হবে।জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মেহেদুল করিম, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু প্রমুখ। এ সময় দুর্নীতি প্রতিরোধে জেলা প্রশাসনের গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরা হয়।অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে শেরপুর মডেল গার্লস কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সততা সংঘের সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদকের কমিশনার।জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট নারায়ণ চন্দ্র হোড়ের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহ্মদ, অতিরিক্ত পুলিশ সুপার সালাহ্ উদ্দিন সিকদার, দুদকের বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার প্রমুখ। হাকিম বাবুল/এএম/এবিএস