দেশজুড়ে

সোনাতলা পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়ী

বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম নান্নু জয়লাভ করেছেন। তালগাছ প্রতীকে তিনি পেয়েছেন ৬৪৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুল বারী খান রব্বানী। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৬৩৬৯ ভোট।জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মো. ইউনুচ আলী ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোট কেন্দ্রে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর পর প্রথমবারের মতো সোনাতলা পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত করা হলো।এআরএ/পিআর