দিনাজপুরের নবাবগঞ্জে বিষাক্ত অ্যালকোহল পান করে দুইজনের মৃত্যু হয়েছে। তারা দু’জনে সম্পর্কে ঘনিষ্ট বন্ধু। রোববার রাতে এ ঘটনা ঘটে।অ্যালকোহল পানে যারা মারা গেছেন তারা হলেন- দাউদপুর বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা অমূল্য চন্দ্র রায়ের ছেলে কৃষ্ণ চন্দ্র রায় (৪২) ও মালপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুল বাতেন (৪৬)। এলাকাবাসী জানায়, নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বাজারের রেজিনা হোমিও হল থেকে রোববার সকালে দুই বন্ধু অ্যালকোহল কিনে নিয়ে যায়। পরে তারা দুজনই ওই অ্যালকোহল পান করে। এরপর দু’জনই অসুস্থ বোধ করলেও পরিবারের সদস্যরা বিষয়টিতে তেমন গুরুত্ব দেয়নি। রাত ১২টার দিকে কৃষ্ণ চন্দ্র রায় ও সাড়ে ১২ টার দিকে আব্দুল বাতেন মারা যান। নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, মৃত্যুর খবর পাওয়ার পর সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। স্থানীয় চেয়ারম্যান আব্দুল্লা হেল আজিম সোহাগ দু`জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও ঠিক কি কারণে মৃত্যু হয়েছে তা জানাতে পারেননি। তবে তিনি জানান, সেখানে থানার ওসিসহ তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদ ঘটনার তদন্ত করছেন। এমদাদুল হক মিলন/এসএস/আরআইপি