দেশজুড়ে

আত্রাই নদীতে গোসল করতে গিয়ে দুই কলেজছাত্র নিখোঁজ

দিনাজপুরের সদর উপজেলার অদূরে আত্রাই নদীর রাবার ড্যামে গোসল করতে গিয়ে হলিল্যান্ড কলেজের দুইছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।নিখোঁজ হওয়া ছাত্ররা হলো, শহরের মুন্সীপাড়া মহল্লার কর্ণফুলী পেপাসের সত্বাধিকারী মমতাজ উদ্দীনের ছেলে সাকির (১৬) ও শহরের চাড়ুবাবুর মোড় এলাকার  সাদ (১৬)। তারা দিনাজপুর হলিল্যান্ড কলেজের ছাত্র।দুপুর ১টার দিকে কয়েকজন বন্ধু মিলে সদর উপজেলার মহনপুর ব্রিজের সঙ্গে আত্রাই নদীর রাবার ড্যামে গোসল করতে যায়। এসময় সাকির ও সাদ নদীর প্রবল স্রোতে ভেসে গভীর পানিতে তলীয়ে যায়। পরে অন্য ছাত্ররা খবর দিলে বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয়রা নদীতে উদ্ধার কাজে নেমে পড়ে। অন্যদিকে, দিনাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছে।এমদাদুল হক মিলন/এআরএ/এবিএস